আজ বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলা নববর্ষ উপলক্ষ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সাত দিন ব্যাপী বৈশাখী মেলা। পহেলা বৈশাখ থেকে শুরু হয়ে এ মেলা চলবে ৭ বৈশাখ পর্যন্ত।

বৈশাখী মেলা উপলক্ষ্যে রোববার (১৩ এপ্রিল) সকালে বাংলা একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিসিক এবং বাংলা একাডেমীর যৌথ উদ্যােগে অনুষ্ঠিত হবে এই মেলা। স্টল থাকবে ৯৮ টি।

নারী এবং নতুন উদ্যোক্তাদের প্রাধান্য দিয়ে মেলায় স্টল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান আয়োজকরা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে মেলাটি। আয়োজকরা আরও জানান, মেলায় বাংলা একাডেমীর বইগুলো ৫০ থেকে ৭০ শতাংশ ছাড়ে পাওয়া যাবে।

Exit mobile version