আজ মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫ খ্রিস্টাব্দ

বর্ষবরণের শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে চারুকলার মতামত নেয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন অনুষদের কিছু শিক্ষার্থী। রোববার (১৩ এপ্রিল) সকালে এক সংবাদ সম্মেলনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে এ অভিযোগ করেন তারা।

তারা বলেন, এর মাধ্যমে স্বতঃস্ফূর্ত আয়োজনকে কেড়ে নেয়া হয়েছে। সিনেটের মাধ্যমে নাম পরিবর্তন করা হলেও সেখানে কোনো ছাত্র প্রতিনিধি ছিল না বলেও অভিযোগ তাদের। এসময় শোভাযাত্রার নাম পরিবর্তনের যৌক্তিক কারণ জানানোর দাবি জানান তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, স্বৈরাচারের প্রতিকৃতির নকশা তৈরিতে নকশাকারের কোনো অনুমতি নেয়া হয়নি।

অপরদিকে খালেদা জিয়ার প্রতিকৃতি নিয়ে যে বিতর্ক উঠেছে সে বিষয়ে বলেন, প্রতিকৃতিটি চারুকলার তৈরি ছিল না। পিকআপে করে এনে জুড়ে দেয়া হয়েছিল শোভাযাত্রায়।

এ নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল ও উপদেষ্টা ফারুকী মিথ্যাচার করছেন বলেও দাবি করেন শিক্ষার্থীরা।

Exit mobile version