সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে তিনটি পোশাক কারখানায় ভাঙচুর, আটক ৪৫
প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৫
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে তিনটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর করেছেন বহিরাগত শ্রমিকেরা। শনিবার বিকেলে কারখানাগুলোতে ভাঙচুর চালানো হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। এ সময় ইপিজেডের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ প্রথম আলোকে বলেন, বহিরাগতরা তিনটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ৪৩ জনকে আটক করা হয়েছে। তাঁদের সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ও ফিলিস্তিনের জনগণের প্রতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ দেওয়ার দাবিতে আজ বিকেলে মিছিল নিয়ে আদমজী ইপিজেডে ঢোকেন বহিরাগত কয়েক শ শ্রমিক। তাঁরা ইপিজেডের ভেতরে ঢুকে ইউনেসকো বিডি লিমিটেড, অনন্ত ওয়াশিং সোয়েটার ও এপিক গার্মেন্টস নামের নামের তিনটি কারখানায় ইটপাটকেল ছোড়েন। এ সময় তাঁরা কারখানার জানালার গ্লাস ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। কারখানার ভেতর থেকে শ্রমিকেরা পাল্টা ইটপাটকেল ছোড়েন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাঁদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। পরে বিকেল পাঁচটার দিকে কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
আদমজীতে অবস্থিত শিল্প পুলিশ-৪-এর পরিদর্শক (গোয়েন্দা) সেলিম বাদশা প্রথম আলোকে বলেন, ‘মার্চ ফর গাজা’ প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার দাবি জানিয়ে বহিরাগত শ্রমিকেরা ইপিজেডের ভেতরে ঢুকে তিনটি কারখানায় ভাঙচুর করেছেন। এ সময় পাল্টা ইটপাটকেল ছোড়া হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আদমজী ইপিজেডে হামলা ও ভাংচুরের অভিযোগে ৪৩ জনকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান। তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে আদমজী ইপিজেডের ভেতরে অনুপ্রবেশ, কারখানায় হামলা, ভাঙচুর ও চুরির অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com