আজ
|| ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
বাগেরহাটে হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার
প্রকাশের তারিখঃ ১২ এপ্রিল, ২০২৫
বাগেরহাটের মোংলা উপজেলায় হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার করেছে কোস্ট গার্ড। শনিবার (১২ এপ্রিল) কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে মোংলার জয়মনিরগোল বালুর মাঠ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড। সেই সময় উক্ত এলাকা তল্লাশি করে একটি হরিণের চামড়াসহ ২৪ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। একইসঙ্গে শিকারের কাজে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিণের চামড়া, মাংস এবং কাঠের বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নন্দবালা ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা ও পরিস্থিতি স্থিতিশীল রাখতে ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ফলে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নতি হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে কোস্ট গার্ড।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.