সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই কারাগারে
প্রকাশের তারিখঃ ১২ এপ্রিল, ২০২৫
সিরাজগঞ্জ সদরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে চাচাতো ভাইকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার (১২ এপ্রিল) বিকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান সদর থানার ওসি হুমায়ুন কবির। গ্রেপ্তারকৃত তরুণের বয়স ১৯ বছর।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৬ এপ্রিল শিশুটির বাবা-মা বাড়িতে ছিলেন না। সেই সুযোগেই অভিযুক্ত চাচাতো ভাই ধর্ষণ করে শিশুটিকে। ভয়ভীতি দেখানোর কারণে ঘটনাটি গোপন করেছিল শিশুটি। তবে বৃহস্পতিবার পেটে ব্যাথা অনুভব হলে শিশুটি মায়ের কাছে ধর্ষণের ঘটনাটি জানায়। এরপরই ভুক্তভোগীর পরিবার শিশুটির চিকিৎসা এবং মামলা করার উদ্যোগ নেয়।
ওসি হুমায়ুন কবির জানান, শিশুটি চতুর্থ শ্রেণিতে পড়ে। বৃহস্পতিবার বিকালে শিশুটির মা মামলা দায়ের করেছেন। এরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com