আজ
|| ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
নাটোরে ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে কুপিয়ে জখমের অভিযোগ
প্রকাশের তারিখঃ ১১ এপ্রিল, ২০২৫
নাটোরের গুরুদাসপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক নারীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জাকারিয়া হোসেন (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার কুমারখালী এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত জাকারিয়া বিয়াঘাট এলাকার আমির হোসেনের ছেলে। তিনি কুমারখালী এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করে কৃষিকাজ করেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে এক নারী কুমারখালি মাঠের পুকুরে শামুক কুড়াতে যান। এসময় একা পেয়ে জাকারিয়া তাকে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জাকারিয়া ঐ নারীকে জোরপূর্বক জাপটে ধরে পাশের ভুট্টাক্ষেতে নিয়ে ধষর্ণের চেষ্টা চেষ্টা করলে মেয়েটি বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জাকারিয়া তার হাতে থাকা কাঁচি দিয়ে ঐ নারীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী রক্তাক্ত শরীর নিয়ে মাঠের পাশেই এক বাড়ির উঠানে এসে জ্ঞান হারিয়ে ফেলেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন। তার গলা, কানের নিচে, দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত জাকারিয়া পলাতক রয়েছে।
এ প্রসঙ্গে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ এখনও থানায় আসেনি। তারপরও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.