আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
খাগড়াছড়িতে নদীতে ডুবে দুই তরুণীর মৃত্যু
প্রকাশের তারিখঃ ১১ এপ্রিল, ২০২৫
খাগড়াছড়ি সদর উপজেলায় চেঙ্গী নদীতে ডুবে দুইজন তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকালে সদর উপজেলার ভাইবোনছড়ার নলছড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রিয়া চাকমা (২০) ও পিয়াসি চাকমা (১৪)। এদের মধ্যে পিয়াসি নলছড়া এলাকার বিদেশী চাকমা এবং রিয়া একই এলাকার রূপায়ন চাকমার মেয়ে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে চেঙ্গী নদীর পাড়ে পাঁচজন তরুণী শামুক খুঁজতে যায়। এ সময় শরীরের ভারসাম্য হারিয়ে রিয়া চাকমা নদীতে পড়ে যান। এ সময় তাকে উদ্ধার করতে পিয়াসি চাকমাও নদীতে ঝাঁপ দেয়। এতে সেও পানিতে ডুবে যায়। পরে সঙ্গে থাকা অন্যান্যরা স্থানীয়দের খবর দিলে নদীতে জাল ফেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.