
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলা থেকে দুইজন নারী ও এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার মিজমিজি বড়বাড়ি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, লামিয়া আক্তার(২২), ছেলে আব্দুল্লাহ (৪) ও লামিয়ার বড় বোন স্বপ্না আক্তার (৩৫)। এ ঘটনার লামিয়া আক্তারের স্বামী ইয়াসিনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার সকালে মিজমিজি এলাকায় আমির হোসেনে বাড়ির পাশে পুঁতে রাখা অবস্থায় মরদেহের খন্ডিত অংশ দেখা যায়। পরে বাড়ির মালিক পুলিশকে খবর দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করা হয়। মরদেহগুলোর হাত-পা ও অন্যান্য অংশ খন্ডিত অবস্থায় পাওয়া গেছে।
পুলিশ আরও জানায়, লামিয়ার স্বামী ইয়াসিন মাদকাসক্ত ছিল বলে জানা গেছে। সে প্রায়ই টাকার জন্য লামিয়াকে মারধর করত। কয়েকদিন আগে ইয়াসিনের মা তাকে পুলিশে সোপর্দ করে। সেই ক্ষোভ থেকেই ইয়াসিন এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
প্রতিবেশীরা জানান, লামিয়া পেশায় গার্মেন্টস কর্মী ছিলেন। তার বড় বোন শারীরিকভাবে প্রতিবন্ধকতার শিকার। বাবা-মা মারা যাওয়ায় লামিয়ার সাথেই থাকতেন তিনি। গত সোমবার থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিলো না।
এদিকে, ঘটনার তদন্তে থানা পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল কাজ করছে।