আজ মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ‘পরিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা প্রশ্ন নিয়ে সন্তুষ্ট ও সবকিছু সুন্দর ভাবে লেখছে।‎ প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই। অনেকগুলো সেট আছে, কোন সেটে পরিক্ষা হবে তা আমরাও জানি না। সুতরাং প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, সবাইকে পরীক্ষা দিয়েই ভালো ফলাফল করে বের হতে হবে। পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে, তাদের পরীক্ষা পরীক্ষার মত হবে তাদের সেই নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’

‎বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টায় এসএসসি ও সমমানের পরিক্ষার প্রথম দিনে ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আই.ই.টি) সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন আসেন জেলা প্রশাসক। পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তিনি আরও বলেন, ‘ছাত্র জীবনে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করা। নারায়ণগঞ্জ জেলায় ৩৩ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের বাইরেও ১৫ টি কেন্দ্র দাখিল ও ভোকেশনাল কেন্দ্র রয়েছে। মোট ৪৮ টি কেন্দ্রে প্রায় ৩৩ হাজার ছাত্র ছাত্রী এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরিক্ষায় অংশ গ্রহণ করছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় থাকে সেই লক্ষ্যে বোর্ড কর্তৃপক্ষ কোন সেট পরীক্ষা হবে আধা ঘন্টা আগে আমাদের জানিয়ে থাকে। আমাদেরকে জানানোর পর কেন্দ্রে সংশ্লিষ্ট দায়িত্বে যারা থাকে তাদের সেই তথ্য দিয়ে থাকি। সেই সেট কোট অনুযায়ী পরীক্ষার প্রশ্ন বের হয়ে থাকে। আমরা সেগুলো জেলা থেকে মনিটরিং করে থাকি। সকল পরীক্ষা কেন্দ্র সেট কোড অনুযায়ী সঠিক সময় প্রশ্ন পৌঁছেছে।

Exit mobile version