জনশক্তি রফতানি: জাপানি প্রতিষ্ঠানের সাথে সরকারের সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রকাশের তারিখঃ ১০ এপ্রিল, ২০২৫
জাপানে দক্ষ জনশক্তি রফতানির লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে সমঝোতা স্মারক করেছে জাপানের অনোডোরা ইউজার রান ইনকরপোরেটেড।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এই সমঝোতা স্বারক হয়েছে।
এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে প্রবাসে দক্ষ কর্মীদের যাবার সুযোগ আরও সম্প্রসারিত হলো। এর মাধ্যমে প্রবাসে গমনেচ্ছুরা বিনামূল্যে জাপানী ভাষা ও কারিগরী বিষয়ে প্রশিক্ষণের সুয়োগ পাবে। এমনকি প্রতিষ্ঠানটি বিনা অভিবাসন ব্যয়ে জাপানে কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
ইতোমধ্যে টিটিআইপি প্রোগ্রামের আওতায় গেলো সাত বছরে ৬৯৫ জন টেকনিক্যাল ইন্টার্ন জাপানে গেছে বলেও জানান আসিফ নজরুল।
এদিকে, অনোডোরা ইউজার রান ইনকরপোরেটেডের পক্ষ থেকে জানানো হয়, দেশটি তরুণ, যোগ্য ও কর্মদক্ষ লোকবল নিতে চায়। এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ থেকে যথাযথ লোকবল নিয়োগ পাবে বলে তারা আশাবাদী।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com