আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সব জাতিগোষ্ঠী মিলে বাংলা নববর্ষ পালনের প্রত্যয় উপদেষ্টা ফারুকীর
প্রকাশের তারিখঃ ৯ এপ্রিল, ২০২৫
সকল জাতির উৎসবকে সবার মাঝে ছড়িয়ে দিয়ে সবাইকে নিয়েই পালন করা হবে বাংলা নববর্ষ, এমন মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে বাংলা নববর্ষ এবং পাহাড় ও সমতলের জাতিগোষ্ঠীদের বর্ষবরণ উৎসব নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা জানান, এবারের মঙ্গল শোভাযাত্রায় ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে বিশেষ আয়োজন থাকবে ব্যান্ড শিল্পীদের সংগঠন বামবা’র পক্ষ থেকে। মিউজিশিযানরা ফিলিস্তিনের পতাকা নিয়ে অংশ নিতে পারবে।
তিনি আরও বলেন, বাঙালি ছাড়াও ২৭ জাতিগোষ্ঠী অংশ নেবে যার যার পোশাক ও সাংস্কৃতিক উপাদান নিয়ে। চৈত্র সংক্রান্তিতে দেশের ১২টি জেলায় হবে সাধুসঙ্গ। বরাবরের মতো ছায়ানটের অনুষ্ঠান থাকবে।
উপদেষ্টা বলেন, আগে মঙ্গল শোভাযাত্রা দেখে মনে হতো পুলিশ র্যাবের মিছিল হচ্ছে। এবার তেমনটা থাকবে না। ইসলামী দলগুলোর পক্ষ থেকে কোন সমস্যা নেই বলেও জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.