আজ শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীর পল্লবীতে বাপ্পী নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। বাশার নামে পল্লবী থানার এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি বাপ্পীকে ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। সোমবার (৭ এপ্রিল) দিনগত রাতে পল্লবী থানার মিরপুর-১১ খিচুড়ি পট্টি বস্তিতে এ ঘটনা ঘটে।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
লাপাত্তা বাপ্পীকে পুলিশ গ্রেপ্তার করতে না পারলেও পুলিশের ওপরে হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পল্লবী থানা পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আদালত থেকে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরার নির্দেশনা আসার পর পুলিশ তার অবস্থান শনাক্ত করে অভিযানে যায়। মিরপুর-১১ খিচুড়ি পট্টি বস্তিতে বাপ্পী নামের ওই মাদক কারবারিকে ধরতে গেলে বস্তির কয়েকজন বাধা দেন, পুলিশ সদস্যদের ওপরে হামলা করেন। বাশার নামে এক কনস্টেবলের হাতে কামড় দিয়ে জখম করা হয়। হ্যান্ডকাফসহ ওই ওয়ারেন্টভুক্ত আসামি এখন লাপাত্তা।

তিনি বলেন, পুলিশকে আহত করে ওয়ারেন্টভুক্ত আসামি হ্যান্ডকাফ নিয়ে পালানোর ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও উদ্ধার হয়নি হ্যান্ডকাফ, গ্রেপ্তার হয়নি পালিয়ে যাওয়া মাদককারবারি বাপ্পি। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক বাপ্পীকে ধরতে অভিযান চলছে।

Exit mobile version