কিশোরগঞ্জে আমিনুল ইসলাম (২৮) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার রাত ১২টার দিকে শহরের নিউটাউন এলাকায় ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত ছিলেন।
পিবিআই পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আমিনুলের বাড়ি নেত্রকোনার মদন এলাকায়। স্ত্রী ও চার বছরের মেয়ে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা বলে জেনেছি। ঈদের ছুটিতে বাড়ি যান তিনি। স্ত্রী-সন্তানকে গ্রামের বাড়ি রেখে আসেন এবং শনিবার কাজে যোগ দেন। সোমবারও তিনি অফিস করেছেন।
পুলিশ সুপার জানান, পারিবারিক কোনো সমস্যা ছিল কি না তা জানি না। এমন কথা আমিনুলও বলেননি। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। খবর পেয়ে আজ মঙ্গলবার বাড়ি থেকে আমিনুলের ছোট ভাই শাফায়েতুল ইসলাম ও স্ত্রী এসেছেন। তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
আমিনুলের ছোট ভাই শাফায়েত ভাইয়ের আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না।