
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম-মুখ্য সংগঠক তাকবির আমান (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (৭ এপ্রিল) বিকেলে (নাসিক) ১ নং ওয়ার্ডের কালুহাজী রোড এলাকায় এমন ঘটনা ঘটেছে।এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী তরুণীর পিতা মো. সালাম (৪৫) বৈষম্যবিরোধী ছাত্র নেতাসহ ৪ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ছাত্র নেতা তাকবির আমান ছাড়া অন্য অভিযুক্তরা হলেন- তার সহযোগী মিনহাজ (২৫), সৈকত (২৪),তানভীর (২৪)।অভিযোগপত্রে তুলে ধরা হয়েছে, অভিযোগকারীর মেয়ে ভুক্তভোগী সামিয়া (১৭) মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী। বিভিন্ন সময়ে যাতায়াতের সময়কালে অভিযুক্ত তাকবির আমান তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি ভুক্তভোগীর পরিবারকে জানালে তারা অভিযুক্তকে সতর্ক করার পাশাপাশি তার অভিবাবকদের জানানো হয়। এই আক্রোশে সোমবার বিকেলে পিতা-মাতার অনুপস্থিততে তাদের বাসায় প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরবর্তী বাদীসহ তার পরিবার অভিযুক্তকে বিষয়টি জিজ্ঞেসা করলে অভিযুক্তরাসহ আরও ৫০-৬০ জন তাঁদের হুমকি দিয়ে চলে যান।এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাহফুজ বলেন, আমি ঘটনা সম্পর্কে শুনেছি। মূল কথা হলো এই বিষয়ের সত্যতা আমরাও জানি না। তবে কোনো ব্যক্তির দায় দল নিবে না। যে ব্যক্তি অপরাধ করবে তাকে বিচারের আওতায় আনা হবে এটাই আমাদের চাওয়া। আমরা খোঁজ নিচ্ছি। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, এটা প্রেম সংক্রান্ত ঘটনা বলে জেনেছি। আমরা তদন্ত করছি। শুনেছি তারা বিয়ে করারও পরিকল্পনা হচ্ছে। মামলা হবে কিনা জানতে চাইলে তিনি বলে, ভুক্তভোগী পরিবার চাইলে মামলা হবে।