আজ শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জ থেকে ঢাকায় ছেড়ে যাওয়া পরিবহনগুলোর বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। এ অভিযানে পরিবহন সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদের শাস্তিসহ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্তু সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম কড্ডার মোড় এবং হাটিকুমরুল গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

 

অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ সদর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মারুফ এবং জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির জাগো নিউজকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, ঈদের ছুটি শেষে বাড়ি ফেরা মানুষদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন যাত্রীরা। অথচ বাড়তি ভাড়া আদায় না করতে পরিবহন মালিকদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও কিছু চালক ভাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করছেন। আমরা এসব চালকদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। কোনো যাত্রী হয়রানির শিকার হোক, সেটা আমরা চাই না।

অভিযান চলাকালে হাইওয়ে পুলিশ ও বিআরটিএ কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Exit mobile version