
কিশোরগঞ্জের ভৈরবে ২শ’ ১১ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টার সময় পৌর শহরের নিউটাউন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হলেন– ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর থানার মিরাশানি গ্রামের মন্নাফ মিয়ার ছেলে বশির মিয়া এবং একই জেলার সরাইল থানার উচালিয়াপাড়ার সফি মিয়ার ছেলে শাহিন মিয়া।
র্যাব জানায়, সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজাবহনকারী একটি সাদা মাইক্রোবাস নিয়ে ভৈরবের দিকে আসার পথে নিউটাউন এলাকায় তাদের আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪২ লক্ষ টাকা। এসময় মাইক্রোবাসটিও জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছে।