আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
নাটোরে পৃথক অভিযানে হেরোইনসহ দুইজন আটক
প্রকাশের তারিখঃ ৮ এপ্রিল, ২০২৫
নাটোরে পৃথক অভিযানে ৮৫ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ও দুপুরে শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকা এবং নাটোর রাজশাহী মহাসড়কের নারায়নপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত তৌহিদুল হাসান শিপন ঢাকার পল্লবীর সেকশন ১২ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে এবং সাদিকুল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোঠাপাড়া এলাকার মৃত এরফান আলীর ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মেহেদী হাসান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে সকাল আটটার দিকে শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় সিগারেটের প্যাকেটে রাখা ৫ গ্রাম হেরোইনসহ তৌহিদুল হাসান শিপন নামে এক বাসযাত্রীকে আটক করা হয়।
একইদিন দুপুরে নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়নপাড়া এলাকায় অপর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে জুতার মধ্যে রাখা ৮০ গ্রাম হেরোইনসহ সাদিকুল ইসলাম নামে আরেকজনকে আটক করা হয়।
পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.