
ঝিনাইদহের মহেশপুরে পুর্ব শত্রুতার জের ধরে দুই কৃষকের প্রায় ৩ হাজার ড্রাগন ও ৭শ’ পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বত্তরা। সোমবার (৭ এপ্রিল) রাতে উপজেলার বামনগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের মাঠে কৃষক রকি আহমেদ তিন বছর আগে দুই বিঘা জমিতে ড্রাগন ফলের আবাদ করেছিলেন। কিছুদিন আগেই নিজ বাগান থেকে কিছু ড্রাগণ ফল বিক্রিও করেছেন। আগামীতে আরও ফল বিক্রির আশা ছিল তার। কিন্তু মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে তার বাগানের সকল গাছ কেটে দিয়েছে দুর্বত্তরা।
এদিকে, একই গ্রামের কৃষক রিঙ্কু মিয়ার আড়াই বিঘা জমির ৭শ’ পেয়ারা গাছ কেটে দেয় দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্থ কৃষক রকি ও রিংকু মিয়ার দাবি, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি নিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকসহ স্থানীয়রা।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, এ রকম ফসলহানির ঘটনা জানা নেই। তবে খোঁজখবর নেয়া হচ্ছে। ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন, অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।