আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল
প্রকাশের তারিখঃ ৮ এপ্রিল, ২০২৫
আগামী ২৯ এপ্রিল থেকে সৌদি আরবের হজ ফ্লাইট শুরু হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, অল্প কিছু দিনের মধ্যেই ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে। ২৫ মার্চের মধ্যে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি সম্পন্ন করার নির্দেশনা থাকলেও ৯টি এজেন্সি তা না করায় সাড়ে ১০ হাজার মুসল্লির হজযাত্রা আশঙ্কার মধ্যে পড়েছে। এজন্য এজেন্সিগুলোকে শোকজ করা হয়েছে। তবে কোনো এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে হজযাত্রী না যেতে পারলে সেই দায় এজেন্সির।
তিনি আরও বলেন, আগামী ১৮ এপ্রিলের মধ্যে ভিসা সম্পন্ন করার বাধ্যবাধকতা আছে। কিন্তু যেকোনো সময় সৌদি কর্তৃপক্ষের অনলাইন প্লাটফর্ম ‘নুসুক মাসার’ বন্ধ করে দিলে হাজিরা সমস্যায় পড়তে পারে। এজেন্সিগুলোকে এর দায় নিতে হবে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় থাকছেন ৫ হাজার ২০০ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.