
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন মসজিদঘাট এলাকায় মধ্যরাতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী।
রবিবার (৬ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে ওই এলাকার ক্যাম্প কমান্ডার মেজর রাসেলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চারজন সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২টি লোকাল গান, ৩টি এ্যামোনিশন, ৫৭টি দেশীয় অস্ত্র, ৯টি মোবাইল, ৭৫০ গ্রাম গাজা, ২ লিটার দেশি মদ, ৪ হাজার ৭শ দেরহাম বৈদেশিক মুদ্রা ও নগদ ৫২ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলান চরণদ্বীপ এলাকার হাসু মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৫০), মৃত আফজাল আহম্মেদের ছেলে মো. মনজুরুল আলম (৩৭), মৃত আনু মিয়ার ছেলে মো. মুমিন হোসেন (২৪) ও মো.মুজাহিদের ছেলে মো. গ্যাস বাবুল (৫০)।
বোয়ালখালী উপজেলার ক্যাম্প কমান্ডার মেজর রাসেল বলেন, তারা দীর্ঘদিন ধরে চরণদ্বীপ ইউনিয়নে চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছে।
গোপন সোর্সের তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং জব্দকৃত মালামাল ও আসামিদের আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।