পুলিশের সামনেই সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, নোয়াখালীতে আহত ১৫
প্রকাশের তারিখঃ ৭ এপ্রিল, ২০২৫
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে আজ সোমবার পুলিশের সামনেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এসময় এক পক্ষ অপর পক্ষকে লক্ষ করে ককটেল বিস্ফোরণ ঘটায়। সংঘর্ষে এক আইনজীবীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
আহত সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সেলিম শাহি ব্যক্তিগত সুবিধা নিয়ে গত মার্চে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দেন। তাঁর এসব অনিয়মের প্রতিবাদে আজ সকালে এলাকাবাসী বিদ্যালয় মাঠে মানববন্ধন করে।
এসময় সভাপতির লোকজন পুলিশের উপস্থিতে মানববন্ধনে হামলা চালায় দাবি করে এই আইনজীবী বলেন, হামলাকারীরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরন ঘটায় এবং মানববন্ধনে থাকা লোকজনকে মারধর করে। তাদের হামলায় আহত হয় অন্তত ১৫ জন।
তবে, এসব অভিযোগ অস্বীকার করে এডহক কমিটির সভাপতি সেলিম শাহি বলেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে বিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত।
সোনাইমুড়ি মডেল থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম বলেন, অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সংঘর্ষের পর অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com