
ভোলার দৌলতখানে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকালে উপজেলার কলাকোপা গ্রামের মৌলভী বাড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ৩৯ শতাংশ জমি নিয়ে বিএনপি সমর্থক সিরাজুল, আনিসুল ও নূরন্নবী গ্রুপের সাথে আওয়ামী লীগ সমর্থক ইউনুস, খালেক এবং মহিউদ্দিন গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলছিল। ওই জমির একটি পুকুরে সিরাজুল-আনিস গ্রুপের লোকজন সেচ মেশিন বসালে তাতে বাধা দেয় বিরোধীরা। এ সময় কথা-কাটাকাটি হয় তাদের মধ্যে। একপর্যায়ে লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, খবর পেয়েছি। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।