
ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের জনগণ।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে ২টায় জেলা শহরের বড় মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ১নং রেল গেট এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। এসময় ইসরায়েলের বিচারের দাবিতে নানা ধরনের স্লোগান দেয়া হয়।
এরআগে, বেলা ১১টায় শহরের পৌর পার্ক এলাকা থেকে সর্বস্তরের মুসলিম তাওহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে নানা প্রতিবাদী স্লোগান নিয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়া এক শিশু
এছাড়া ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে সাদুল্লাপুর, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জসহ বিভিন্ন উপজেলা শহরে। ছাত্র-জনতাসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এসময় বিক্ষোভকারীরা ইসরায়েলি বর্বরতার বিপক্ষে লেখা নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন। বিক্ষোভ কর্মসূচি থেকে নির্বিচারে মানুষ হত্যার জন্য ইসরাইলের প্রতি ধিক্কার ও অনতিবিলম্বে হত্যাকাণ্ড বন্ধের দাবিও জানানো হয়।
ফিলিস্তিনি পতাকা হাতে বিক্ষোভকারীরা
নজিরবিহীন এ হত্যাযজ্ঞ ও আগ্রাসন বন্ধ করতে বিশ্ববাসীর ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই বলেও তারা মনে করেন। একইসাথে বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ার আহ্বানও জানানো হয়। এসময় সব ধরনের ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণাও দেন বিক্ষোভকারীরা।