আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
গাজায় গণহত্যা বন্ধ ও ভারতের ওয়াক্ফ আইন বাতিলের দাবি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের
প্রকাশের তারিখঃ ৭ এপ্রিল, ২০২৫
গাজায় চলমান ইসরায়েলি হামলার নিন্দা ও ভারতের বিতর্কিত ওয়াক্ফ আইন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। সোমবার (৭ এপ্রিল) সংগঠনের সভাপতি এলবার্ট পি কস্টা ও ভারপ্রাপ্ত মহাসচিব জুয়েল আন্তনি চৌধুরীর যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
এতে বলা হয়, গাজায় যেভাবে নিরীহ মানুষ হত্যা ও মানবিক বিপর্যয় ঘটানো হচ্ছে, তা স্পষ্টতই একটি বর্বরোচিত গণহত্যা। এ ঘটনার বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এসময় বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
এছাড়া বিবৃতিতে ভারতের সম্প্রতি পাশ হওয়া ওয়াক্ফ আইন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, আইনটি ভারতের মুসলিম সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার হরণ ও বৈষম্যমূলক আচরণের একটি নতুন উদাহরণ। জুয়েল আন্তনি চৌধুরী বলেন, “এ আইন ভারতের ধর্মনিরপেক্ষতা ও মানবাধিকার রক্ষার মৌলিক নীতির পরিপন্থি। আমরা দেখতে পাচ্ছি যে এটি মুসলিম সম্প্রদায়কে প্রান্তিক করতে উদ্দেশ্যমূলকভাবে প্রণীত হয়েছে।”
সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন, একটি রাষ্ট্রে সকল ধর্মাবলম্বী নাগরিকের সমান অধিকার ও মর্যাদা থাকা উচিত। ধর্মীয় স্বাধীনতা রক্ষা করাই একটি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বিবৃতিতে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ভারত সরকারকে বিতর্কিত ওয়াক্ফ আইন পুনর্বিবেচনার আহ্বান জানায় এবং সেইসাথে গাজায় মানবিক বিপর্যয় রোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় হস্তক্ষেপ কামনা করে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.