আজ
|| ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা
প্রকাশের তারিখঃ ৭ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ময়না বেগম (৪৬) নামের এক নারীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে মহিম (১৪) গুরুতর আহত হয়েছে।
আজ সোমবার (৭ এপ্রিল) ভোরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের পুথাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ময়না বেগম ওই এলাকার মানিক মিয়ার স্ত্রী। মানিক মিয়া বলেন, আমার ভাই রাব্বি মিয়া, মাহফুজ মিয়া, সৎভাই জুয়েল মিয়া, চাচা দুধ মিয়ার ছেলে শাহ আলম ও রুহুল আমিনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। তারা জোরপূর্বক আমার পুকুর দখল করে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে। এর প্রতিবাদ করায় দুই সপ্তাহ আগে তারা আমাকে কুপিয়ে রক্তাক্ত করেছে। আমি এখনও হাসপাতালে।
তিনি আরও বলেন, আজ ভোরে তারা আমার বাড়িতে হামলা করে। এ সময় আমার স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে ঘরে ছিল। তারা আমার স্ত্রী ও ছেলেকে কুপিয়ে জখম করেছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে স্ত্রীর মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা চলমান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.