আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা: সিলেটে কেএফসি ও বাটার শোরুমে বিক্ষুব্ধ জনতার হামলা
প্রকাশের তারিখঃ ৭ এপ্রিল, ২০২৫
গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর হামলা এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে কোমল পানীয় কোকাকোলা বিক্রির অভিযোগে সিলেটে ফাস্ট ফুড চেইন কেএফসিতে ভাঙচুর চালানো হয়েছে। এ সময় রেস্টুরেন্টের ভেতরে থাকা ইসরায়েলি প্রতিষ্ঠানের বিভিন্ন কোমলপানীয় নষ্ট করা হয়।
আজ সোমবার (৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে নগরীর মিরবক্সটুলার কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনা ঘটে।
এর আগে, নগরীর বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে কেএফসির সামনে জড়ো হন। হামলার পরপরই রেস্টুরেন্টটি বন্ধ করে দেয় কেএফসি কর্তৃপক্ষ।
এদিকে, পাশের সড়কে থাকা নগরীর দরগা গেইট এলাকার বাটার শো-রুমেও হামলা-ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় দোকানের কর্মচারীরা ভয়ে বের হয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, নিরস্ত্র ফিলিস্তিনিদের গণহত্যাকারী ইসরায়েলি কোনো প্রতিষ্ঠানের ঠাঁই হবে না এ দেশে।
খবর পেয়ে ঘটনাস্থলে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা চেষ্টা করছে বলে জানিয়েছে।
গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে সিলেটে আজ বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.