
চাকরিতে পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক সদস্যরা। এই কর্মসূচি চলাকালে সচিবালয়মুখী নিরাপত্তা ব্যারিকেড ভাঙার সময় পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে অন্তত ৭ জন আহত হয়েছেন।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর শিক্ষা ভবন মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন– রতন কুমার দেব (৬০), মোতালেব হোসেন (৬৪), ইসমাইল হোসেন (৫৯), কামরুল ইসলাম (৫০), মাহফুজুর রহমান (৫০), কামরুজ্জামান (৪২) ও সারোয়ার (৪৮)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চাকরিচ্যুত বিডিআর সদস্যরা মিছিল নিয়ে সচিবালয়ের দিতে যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। তারা বাধা পেরিয়ে এগিয়ে যেতে চাইলে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। পরে তারা সেখান থেকে চলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআরের (বর্তমানে বিজিবি) সদর দফতরে সংঘটিত হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত হন এসব সদস্যরা। ক্ষতিপূরণ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন তারা।