
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান নামক স্থানে মহাসড়কের পাশে পরে থাকা ওষুধের কার্টনের মধ্যে এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, রোববার (৬ এপ্রিল) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাশাউজান নামক স্থানে একটি ওষুধের কার্টন লক্ষ্য করে পথচারীরা। পরে উৎসুক জনতা কার্টন খুললে নবজাতকের লাশ দেখতে পায়।
স্থানীয় বাসিন্দা টুকু শেখ জানান, ভীড় জমে গেলে আমি ট্রিপল-নাইনে ফোন করে পুলিশকে সব জানাই। পরবর্তীতে নবজাতকের লাশটি উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে যাওয়া হয়।
নগরকান্দা থানার এসআই তারেক বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পুরুষ নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। এসময় উদ্ধার করা লাশটির ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।