গাজায় গত ২৪ ঘণ্টায় ৪৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আজ রোববার (৬ এপ্রিল) এ তথ্য দিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ সময়ে বোমা ও ড্রোন হামলায় আহত হয়েছেন অন্তত এক লাখ ১৫ হাজার ৩৩৮ মানুষ।
আল জাজিরার প্রতিবেদন বলছে, রাতভর ইসরায়েলি ড্রোন হামলায় গাজা সিটিতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক বাবা ও মেয়েও রয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলে একটি তাঁবুতে বিমান হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।
এছাড়া, গাজার জাবালিয়া এলাকায় ইসরায়েলের আর্টিলারি শেলের আঘাতে দুই ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আর খান ইউনিসে নয় জনকে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলের হামলায় ১ হাজার ৩০৯ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছে তিন হাজার ১৮৪ জন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com