আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
চিকেনস নেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলো ভারত
প্রকাশের তারিখঃ ৫ এপ্রিল, ২০২৫
সম্প্রতি চীন সফরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘সেভেন সিস্টার্স’ খ্যাত ভারতের সাতটি রাজ্যকে স্থলবেষ্টিত (ল্যান্ডলকড) বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই সাতটি রাজ্যের সমুদ্রে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ একমাত্র অভিভাবক। এর পরপরই চিকেনস নেক নামে পরিচিত পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারত।
গতকাল শুক্রবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিবর্তনের কারণে ভারত এই গুরুত্বপূর্ণ করিডোরটি রক্ষা করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ড. মুহাম্মদ ইউনূসের এমন মন্তব্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ তৈরি করেছে।
এতে আরও বলা হয়, ভারতের সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন হিসেবে উল্লেখ করেছে। করিডোরের কাছে সুকনায় সদর দফতরে অবস্থিত ত্রিশক্তি কর্পস অঞ্চলটি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই কর্পস রাফায়েল যুদ্ধবিমান, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত।
প্রতিবেদনে ভারতের সেনাপ্রধানের বিবৃতি উল্লেখ করে বলা হয়, সেনাপ্রধান সাম্প্রতিক বক্তব্য করিডোরের নিরাপত্তার বিষয়ে ভারতের অবস্থানকে আরও জোরদার করেছে। তিনি জোর দিয়ে বলেন, চিকেনস নেক ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল। এখানে যেকোনো হুমকির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর-পূর্বাঞ্চল থাকা সৈন্যকে দ্রুত মোতায়েন করা যাবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.