আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না: প্রেস সচিব
প্রকাশের তারিখঃ ৫ এপ্রিল, ২০২৫
গণঅভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু উত্থাপনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, দ্বিপাক্ষিক বৈঠকের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক মুহাম্মদ ইউনুসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি তার কাজের উচ্চ প্রশংসা করেন।
বৈঠকে মোদির বলা একটি মন্তব্য ছিল— যদিও ভারতের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্ক ছিল, ‘আমরা আপনার প্রতি তার অবমাননাকর আচরণ দেখেছি। কিন্তু আমরা সবসময় আপনাকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে গেছি।’
শফিকুল আলম আরও বলেন, যখন অধ্যাপক ইউনূস শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রসঙ্গ তোলেন, তখন প্রতিক্রিয়াটা নেতিবাচক ছিল না। আমাদের বিশ্বাস, একদিন শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা ‘শতাব্দীর বিচার’ প্রত্যক্ষ করব। এছাড়াও ভারত বাংলাদেশ সম্পর্ককে নতুন পথে পরিচালিত করতে চায় সেটিও বেশ পরিষ্কার ছিল বলে জানান তিনি।
বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী একাধিকবার প্রধান উপদেষ্টাকে বলেন, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনও একক দল বা ব্যক্তির সঙ্গে নয়। ড. ইউনূসও সাম্প্রতিক মাসগুলোতে ‘আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই’ বলে একাধিকবার উল্লেখ করেছেন। তবে সেটা হতে হবে ন্যায্যতা, সমতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.