
নারায়ণগঞ্জে “গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় চাষাড়া বিজয়স্তম্ভ ও শহীদ মিনার এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো: সোহেল রানা, সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
নারায়ণগঞ্জবাসীর নিরাপদ চলাচল, যানজট নিরসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে জেলা প্রশাসকের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।