আজ
|| ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
চট্টগ্রামে আলোচিত ব্রাশফ্রায়ারে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ২
প্রকাশের তারিখঃ ৩ এপ্রিল, ২০২৫
চট্টগ্রামের বাকলিয়ায় আলোচিত ব্রাশফায়ারে জোড়া খুনের ঘটনায় অস্ত্রধারী ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন বেলাল ও মানিক।
গতকাল বুধবার (৩ এপ্রিল) ফটিকছড়ি উপজেলা ও নগরীর চান্দগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে বেলাল ও মানিককে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুইজনই কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণ করে। আসামি বেলাল অস্ত্র সরবরাহ এবং মানিক মোটরসাইকেল সরবরাহ করার পাশপাশি কিলিং মিশনের পরিকল্পনা করে।
গত ৩০ মার্চ ব্রাশফায়ারের ঘটনায় প্রাইভেটকারে থাকা বখতিয়ার ও রিফাত নামে ২ জন নিহত হয়। এই ঘটনায় জেল হেফাজতে থাকা শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নাসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.