আজ শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় খাস জমিতে ধান শুকানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রঘুনাথপুর গ্রামের মুক্তার আলী ও শাহ আলমের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিলো। মঙ্গলবার সকালে গ্রামে ধান শুকানোর জায়গা দখল নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতাল ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

FacebookTwitterMessengerWhatsAppEmailCopy LinkGmailViberShare
Exit mobile version