আজ শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গুম ও খুন একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। এগুলো করার জন্য বিশেষ টিম ছিল। পুলিশ র‍্যাবসহ সবাইকে গুমের আদেশ দেয়া ছিল।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁয়ে গুম ও খুনের শিকার হওয়া পরিবারের সাথে ঈদ শুভেচ্ছে বিনিময়কালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গোটা দেশেই আয়নাঘরের অস্তিত্ব ছিল। অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে। অনেককে গুম করে ভারতে পাচার করে দেয়া হয়েছে। তাদের মধ্যে কাউকে কাউকে ভারতের জেলেও পাওয়া গেছে।

তিনি আরও বলেন, গুমের সঠিক কোনো হিসেব নেই। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তালিকা করা হচ্ছে। বিএনপি-জামাতসহ ভিন্ন মতাদর্শের সবাই শেখ হাসিনার ভিকটিম ছিল।

আওয়ামী লীগের নেতাকর্মীরাব ভারতে অবস্থান করছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা এখনও ভারতে বসে চক্রান্ত করছে। আওয়ামী লীগ দল ছিল না, তারা ছিল মাফিয়া। তাদেরকে কোনোদিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না।

Exit mobile version