আজ
|| ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
মাদারীপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ৪ জন নিহত
প্রকাশের তারিখঃ ১ এপ্রিল, ২০২৫
মাদারীপুরের শিবচর উপজেলায় তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়েনের বাবু খাঁর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবচরের কুতুবপুর এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠুন তালুকদার, শরিয়তপুরের জাজিরা উপজেলার ঢালীকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী, একই উপজেলার জয়নগর এলাকার আলী খান ও রমজান মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি শিবচরের কুতুবপুর থেকে খালাতো ভাই হৃদয়কে সাথে নিয়ে পদ্মা সেতুর কাছে ঘুরতে যাচ্ছিলেন মিঠুন। পথিমধ্যে কুতুবপুর ইউনিয়েনের বাবু খাঁর ব্রিজের কাছে আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আরেকটি মোটরসাইকেলের সাথেও সংঘর্ষের ঘটনা ঘটে৷
এতে ঘটনাস্থলেই মিঠুন ও হৃদয় মারা যান। পরে আহতদের উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আলী খান ও তার বন্ধু রমজান মিয়া মারা যান।
বিষয়টি নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, মূলত দ্রুত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.