
গাজীপুরের শিববাড়ি এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফুপু- ভাতিজি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ তিন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৩১ মার্চ) সকাল দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই বাসটি পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ রিয়াজ উদ্দিন জানান, সকাল দশটার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে একটি সিএনজি শিববাড়ির দিকে যাচ্ছিল। সিএনজিটি শিববাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাসের সাথে সংর্ঘষ হয়। এতে সিএনজিতে থাকা যাত্রী শিশু তাবাসসুম (৫) ও তার ফুপু ঘটনাস্থলে মারা যান।
তিনি আরও জানান, স্থানীয়রা সিএনজি চালক ও যাত্রীদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নেভায়। নিহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।