
এক মাস সিয়াম সাধনার পর রহমত, বরকত ও মাগফেরাত পর আসছে আনন্দ আর খুশির ঈদ। তাই এই ঈদ বয়ে আনুক সকলে জীবনে অনাবিল আনন্দ, সুখ, শান্তি আর সমৃদ্ধি এই প্রত্যাশায় নারায়ণগঞ্জবাসী সহ সমগ্র দেশের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের আহবায়ক মো. আলী নূর হোসাইন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “রমজান মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে এসেছে। এই ঈদ যেন সকল হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে মানুষে মানুষে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করে।”
তিনি আরও বলেন, “ঈদের এই পবিত্র দিনে আমাদেরকে সুন্দর সমাজ ও দেশ গঠনে এগিয়ে আসার শপথ নিতে হবে।” এ সময় তিনি দেশ-বিদেশের সকল মুসলিম ভাই-বোনের জীবন ঈদের আনন্দে ভরে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তিনি মাঠে আছেন জানিয়ে দেশের জনগণের ভোটে বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
ঈদের এই শুভক্ষণে আলী নূর হোসাইন সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।