চুয়াডাঙ্গার জীবননগর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে পৌর এলাকার নারায়ণপুর মোড় মডেল মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মডেল মসজিদের পেছন থেকে নীল রঙের ১টি প্লাস্টিকের পলিথিনে মোড়ানো পাঁচ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ ১টি পিস্তল উদ্ধার করা হয়, যার গায়ে ইংরেজিতে ‘মেড ইন ইউএসএ’ লেখা রয়েছে। ট্রেগার গার্ড, ফায়ারিং পিন ও স্প্রিং খোলা অবস্থায় পরিত্যক্তভাবে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com