ফাঁকা ঢাকায় নাশকতার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশের তারিখঃ ৩০ মার্চ, ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, ফাঁকা ঢাকায় নাশকতার কোনো শঙ্কা নেই। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। জনগণকে নিয়ে যেকোনো নাশকতা প্রতিরোধ করা হবে।
রোববার (৩০ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের একটি দলের নেতাকর্মীরা কলকাতায় অবস্থান করে নাশকতার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জনগণের জান-মালের নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এ সময় অপরাধীদের তথ্য পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এদিকে, রোববার সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নাশকতা কিংবা হামলার কোনো শঙ্কা নাই। যাত্রাপথের মতোই মানুষ স্বস্তির সাথে ঈদ পালন করবে। দুর্নীতিকে প্রশ্রয় না দেয়ার কারণেই মানুষ স্বস্তিতে বাড়ি যেতে পারছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com