
গোপালগঞ্জের টুংগীপাড়া উপজেলার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও টুংগীপাড়া প্রেসক্লাব এর সহ-সভাপতি ওহিদুজ্জামান শেখ এর বাড়িতে গত ২৮ রমজান ২৯ তারিখে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা, এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা যারা একসাথে ইফতারি শেষে দোয়া মাহফিলেও অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন টুংগীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম পৌর যুবদলের আহ্বায়ক ডাঃ আবু জাফর, কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির ফকির সহ আরও অনেক নেতৃবৃন্দ। এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যারা রাজনৈতিক বিষয়াদি এবং সংগঠন সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করেন। ইফতার শেষে, আয়োজকরা সকলের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে এবং দেশের সার্বিক কল্যাণের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এই মাহফিলটি ছিল এক ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে, যেখানে উপস্থিত সবাই একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং একসাথে ঈদের আনন্দে শামিল হন। এ সময়ে উপস্থিত নেতারা বলেন, “এ ধরনের অনুষ্ঠান দেশের একতার প্রতীক এবং রাজনৈতিক পরিবেশে ভালোবাসা ও সহনশীলতার মূর্ত প্রতীক।” ওহিদুজ্জামান শেখ ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে সকলের জন্য একটি সুন্দর ও স্মরণীয় মুহূর্ত উপহার দেন এবং তাদের শুভেচ্ছা জানান।