শরীয়তপুরে দুই ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, তিন পুলিশ সদস্যসহ আটক ৪
প্রকাশের তারিখঃ ২৮ মার্চ, ২০২৫
শরীয়তপুরের ডামুড্যায় দুই ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় চারজনকে আটক করেছে স্থানীয়রা। তাদের মধ্যে তিনজনই পুলিশ সদস্য। গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ীরা হলেন, মোহাম্মদ জুয়েল সরদার ও ফয়সাল সরদার। তারা ডামুড্যা বাজারের কাপড়ের ব্যবসা করেন।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে একটি মাইক্রোবাসে তাদের জোরপূর্বক তুলে নেয় কয়েকজন। এ সময় বাঁচার আকুতি জানান তারা। একপর্যায়ে শহরের বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয়রা গাড়িটিকে আটকায়। পরে গণপিটুনি দিয়ে তিনজনকে পুলিশে দেয়া হয়। এরপর শুক্রবার সকালে আরও একজনকে আটক করা হয়।
এদিকে, অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com