
আজ
|| ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
চোর অপবাদে যুবকের চোখ উপড়ে ফেলা, গ্রেফতার প্রধান আসামি
প্রকাশের তারিখঃ ২৮ মার্চ, ২০২৫
ভোলায় চুরির অভিযোগে মো. শাহাজান মিন্টিজ (৪০) নামে এক ব্যক্তির দুই চোখ উপড়ে ও হাতের দুই আঙ্গুল কেটে ফেলার ঘটনায় মো. সাকিব (২৫) নামে এক যুবকে গ্রেফতার করেছে র্যাব-৮। তিনি এই ঘটনার প্রধান আসামি।
গ্রেফতারকৃত সাকিব ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার নজরুল নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝের চর গ্রামের মো. লোকমানের ছেলে।
আজ শুক্রবার সকালে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকার নীল কমল ইউনিয়নের পাঙ্গাসীয়া লঞ্চঘাট থেকে সাকিবকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করে র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের কমান্ডার লে. মো. শাহরিয়ার রিফাত অভি।
ঘটনা সূত্রে জানা গেছে, গত ২ মার্চ সকাল ১০টার দিকে দক্ষিণ আইচা থানার নজরুল নগর ৪ নম্বর ওয়ার্ডের চর কলমী মাইকা বারেকের পুকুর পাড়ে মামলার এজাহারভুক্ত ৭ জনসহ অজ্ঞাত ৪-৫ জন আসামিরা চোর অপবাদ দিয়ে শাহাজান মিন্টিজকে আটক করে দুই চোখ উপড়ে ফেলে, এরপর ডান হাতের ২ আঙুল বিচ্ছিন্ন করে হত্যার চেষ্টা চালায়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.