আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
সিদ্ধিরগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রংধনু সেবা সংঘের ঈদ উপহার
প্রকাশের তারিখঃ ২৭ মার্চ, ২০২৫
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে রংধনু সেবা সংঘ। মূলত ঈদে সুবিধাবঞ্চিত এসব শিশুর মুখে হাসি ফোটাতে প্রতিবছরের ন্যায় এবারও এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জে এসওরোডস্থ উদয় স্মৃতি ঈদগাহ মাঠে রংধনু সেবা সংঘের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত কয়েকশত শিশুর মাঝে ঈদ সামগ্রী পোশাক বিতরণ করে রংধনু সেবা সংঘ।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তাছলিমা আক্তার লিজা, সহ-সভাপতি সারোয়ার আলম, সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম, কার্যকরী সদস্য ফয়সাল মেজবাহ, লিয়ন, রবিন প্রমুখ।
এসময় সংগঠনটির সভাপতি তাছলিমা আক্তার লিজা বলেন, রংধনু সেবা সংঘের প্রতিটি সদস্যের জন্য আজ ঈদ। শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করার সময় যে ভালোলাগা তৈরি হয়, সেটা ঈদের থেকেও অনেক বেশি। এই দিনটির জন্য পুরো এক বছর অপেক্ষা করে থাকেন সংগঠনের সদস্যরা।’ ঈদ মানে আনন্দ ঈদ খুশি আর এরই ধারাবাহিকতায় দরিদ্র ও দুস্থদের মাঝে ঈদের আনন্দকে ভাগাভাগি করার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। যারা আর্থিকভাবে সহায়তা করে আমাদের এ সংগঠনের পাশে ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আরও বলেন, ‘রংধনু সেবা সংঘ একটি অরাজনৈতিক সামাজিক সেবা সংগঠন।সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে রংধনু সেবা সংঘ। আমাদের এই ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.