আজ
|| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
আব্দুল্লাহপুরে অতিরিক্ত ভাড়া আদায়, ৪ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা
প্রকাশের তারিখঃ ২৭ মার্চ, ২০২৫
ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ঢাকার আব্দুল্লাপুরে বিভিন্ন বাস কোম্পানি থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিআর টি-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার এর নেতৃত্বে উত্তরা আব্দুল্লাপুর ও আশেপাশের বিভিন্ন কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী পরিবহন সহ বিভিন্ন আনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
এসময় সেবা গ্রীন লাইন ও ইসলাম পরিবহনকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং কয়েকজন যাত্রীকে অতিরিক্ত গ্রহণকৃত ভাড়া ফেরত প্রদান করা হয়। এছাড়া কোটালিপাড়া পরিবহনকে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় এবং অভি পরিবহনকে টিকেটবিহীন যাত্রী উঠানোর অপরাধে ৫ হাজার করে জরিমানা করা হয়।
অভিযানে মোট চারটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় যাত্রীদের সুবিধা অসুবিধার বিষয়ে আলাপ করা হয় ও কাউন্টারসমূহকে ভাড়া বেশি না নেয়া, যথাযথভাবে টিকেট প্রদান ও যানজট সৃষ্টি না করাসহ বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়। যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে এমন অভিযান চলমান থাকবে বলেও জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.