নওগাঁয় ‘অজ্ঞান পার্টি’র খপ্পরে পড়ে ৬ জন হাসপাতালে
প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২৫
নওগাঁয় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬ শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শহরের বরুনকান্দি এলাকা থেকে অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। দুপুর পর্যন্ত জ্ঞান না ফেরায় তাদের নাম-পরিচয় জানা যায়নি।
নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন রশিদ জানান, সকালে খবর পেয়ে একটি পেট্রোল পাম্পের পাশ থেকে অজ্ঞান অবস্থায় ৬ জনকে উদ্ধার করা হয়। এরপর নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, ৬ জনের মধ্যে ১ জনের সঙ্গে কথা বলতে পেরেছি। তিনি হেমায়েতপুর থেকে ট্রাকে উঠে বাড়ি ফিরছিলেন বলে অস্পষ্টভাবে জানিয়েছেন। এর বেশি কিছু বলতে পারেননি।
ধারণা করা হচ্ছে, এরা সবাই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। এ ঘটনায় শহর ও শহরের বাইপাস এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. আবু জার গাফফার জানান, হাসপাতালে আসার পরে তাদের চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসকরা সার্বক্ষণিক তাদের পর্যবেক্ষণে রেখেছেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com