আজ
|| ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সংস্কারের জন্য ৯ বিষয়ে ইসি’র মতামত চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ
প্রকাশের তারিখঃ ২৫ মার্চ, ২০২৫
সংস্কারের জন্য দ্রুত বাস্তবায়নযোগ্য ৯টি বিষয়ে নির্বাচন কমিশনের কাছে মতামত চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৯টি বিষয়ের সুপারিশের ওপর আমাদের মতামত চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আরপিও সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিধান আইন সংশোধন, নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা, হলফনামার খসড়া, পোস্টাল ব্যালট, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ভোটার তালিকাকরণ (অভ্যন্তরীণ ও প্রবাসী), রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিতকরণ।
সচিব আখতার আহমেদ আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনাররা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। যত দ্রুত সম্ভব এসব বিষয়ের ওপর মতামত পেশ করা হবে। তবে সুপারিশগুলো কী হবে সে বিষয়ে কোনও তথ্য না দিয়ে বলেন, কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এছাড়া ডিসেম্বরকে সম্ভাব্য সময় ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি বলেও জানান ইসি সচিব। এসময় সংস্কারকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে বলেন, সংস্কার কাজের জন্য নির্বাচন ব্যাহত হওয়ার কোনও সম্ভাবনা নেই।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.