রংপুরে সেনাবাহিনীর হাতে এক ভুয়া সেনাসদস্য গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ২৪ মার্চ, ২০২৫
রংপুর নগরীতে সেনাবাহিনীর পরিচয়দানকারী এক ভুয়া সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাতে নগরীর জাহাজ কোম্পানি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুম জানান।
গ্রেপ্তার মো. ফজলে রাব্বি (২৮) ঠাকুরগাঁওয়ের বাতুনিয়া এলাকার বাসিন্দা।
এসময় তার কাছ থেকে ভুয়া আইডি কার্ড, চারটি মোবাইল ফোন, ওয়াকি-টকি, মোটরসাইকেল, নগদ দুই লাখ ৯০ হাজার ৫৬৫ টাকাসহ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণামূলক বিভিন্ন কাগজপত্র ও সনদ উদ্ধার করা হয়।
হুমায়ূন কাইয়ুম বলেন, “ঈদের বাজার করতে রংপুরের জাহাজ কোম্পানি মোড় সংলগ্ন একটি মেগা মলের গেটে নামলে সেনাবাহিনীর পোশাকে ফজলে রাব্বিসহ আরও বেসামরিক পোশাকে চারজনকে দেখতে পাই। সে সময় তাদের পরিচয় জানতে চাইলে আমার উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
“পরবর্তীতে আমি তাদের পেছনে ধাওয়া দিয়ে ভুয়া সেনাবাহিনী বলে চিৎকার দিলে স্থানীয় জনতা ফজলে রাব্বিকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেন ফজলে রাব্বি।”
তিনি আরও বলেন, “এসময় নিকটবর্তী সেনা ক্যাম্পে জানাই। তারা এলে আমিসহ অনুসন্ধান করে জানতে পারি যে, সে আটক ব্যক্তি সেনাবাহিনীর সদস্য না। পরবর্তীতে ফজলে রাব্বিকে নিয়ে অভিযানে নামলে পালিয়ে যাওয়া অপর চারজনকেও আটক করা হয়।”
ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন বলেন, “জিজ্ঞাসাবাদে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বেকার যুবকদের সেনাবাহিনীর চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে আটক ফজলে রাব্বি। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান, ভুয়া সেনাসদস্যসহ পাঁচজন থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com