আজ রবিবার, এপ্রিল ২০, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামের বাসায় ২০১৬ সালে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের নামে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক আইজি একেএম শহিদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর জোনের তৎকালীন এসি জসিম উদ্দিন মোল্লাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনাল।

সেই সাথে আগামী ৭ মে এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার সকালে এদের ট্রাইব্যুনালে হাজির করার পর প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. গোলাম মলর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

ট্র‍্যাইব্যুনালে আজ প্রসিকিউশন পক্ষে ছিলেন চীফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, বিএম সুলতান মাহমুদ, গাজী এমএইচ তামিম, শহিদুল ইসলাম, ফারুক আহমেদ, ব্যারিস্টার মইনুল করিম প্রমুখ।

এছাড়া, ভবনের কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় রামপুরা এলাকার সাবেক এ এস আই চঞ্চল চন্দ্র সরকার ও সাবেক এসি রাজন কুমার সাহাকে আজ ট্রাইবুনালে হাজির করার পর প্রসিকিউশনের পক্ষ থেলে সময়ের আবেদন করলে ট্রাইবুনাল আগামী ২৮ এপ্রিল এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।

অন্যদিকে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় মিরপুর এলাকার সাবেক এডিসি এম এম মইনুল ইসলামকে আজ ট্রাইবুনালে হাজির করার পর প্রসিকিউশনের পক্ষ থেকে সময়ের আবেদন করলে ট্রাইবুনাল আগামী ১৮ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।

Exit mobile version