আজ
|| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, ৭ ঘণ্টা পর গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ২৪ মার্চ, ২০২৫
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার সাত ঘণ্টার মধ্যে তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানান।
গ্রেপ্তার করা আসামি হলেন উপজেলার স্বজনগ্রামের হারিছ মিয়ার ছেলে আশিক মিয়া।
জানা গেছে, স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফারুক মিয়াসহ পুলিশ সদস্যরা রবিবার বিকেলে অভিযান চালিয়ে আশিককে গ্রেপ্তার করেন। পরে স্থানীয় একদল লোক পুলিশ সদস্যদের হামলা করে হাতকড়া পরা অবস্থায় আশিককে ছিনিয়ে নেয়।
হামলায় এসআই ফারুক মিয়া, কনস্টেবল অরবিন্দু রায়, রমজান মিয়া, সাদিকুল ইসলাম ও ইকবাল মিয়া আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় শওকত আকবর, স্থানীয় ইউপি সদস্য হাফিজুল ইসলাম, আইনজীবী সাকিউল আলম সানী ও হারিছ মিয়াসহ ১৮ জনের নাম উল্লেখ করে লাখাই থানায় একটি মামলা করা হয়েছে।
খবর পেয়ে রাত ৮টার দিকে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা লাখাই থানায় যান এবং রাত ১১টার দিকে ছিনিয়ে নেওয়া আসামিকে হাতকড়াসহ গ্রেপ্তার করতে সক্ষম হন।
সোমবার (২৪ মার্চ) সকালে এসপি এএনএম সাজেদুর রহমান বলেন, “হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। পরে সাত ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
আসামী ও ছিনিয়ে নেওয়া লোকজন আওয়ামী লীগের নেতাকর্মী কি না? প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখনও পর্যন্ত সে রকম কিছু জানা যায়নি। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।”
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.